*হারা জেতা*সঞ্চালী চক্রবর্তী
*হারা জেতা*
সঞ্চালী চক্রবর্তী
লড়াই টা যখন নিজের সাথে..
জিতবে তুমি সেই যুদ্ধতে।
লড়াই টা যখন নিজের লোকের সাথে..
হারতে তোমায় হবেই তাতে-
যদি পারো হার মানতে–
যদি পারো চুপ থাকতে..
হয়তো হবেনা তাকে হারাতে…
হয়তো বা বুঝবে শেষ বেলাতে।
হারা-জেতার লড়াই কেন?
উস্কানি যে দেয় রিপু হেন!
কখনো আত্ম -প্রচার..
কখনো লোভের মার,
উস্কানি দেয় লড়াই করার,
ভালোবাসা ,মমতা ..
করে মধ্যস্থতা-
অংশ যে সব এক পরমাত্মা–
বিচিত্র তবু জগত সংসার।
যুদ্ধ শেষে মন ভার…
দেওয়া ক্ষত নিজের লোকের..
কখনো বা ক্ষত ভরে..
কখনো বা আরো জখম করে।।
লড়াই চলুক রিপুর সাথে..
পারলে তাকে হার মানাতে-
সেই লড়াইয়ে যখন জেতে..
বিজয়ী সে দুনিয়া দারীতে।।