♥ বসন্ত বিলাস ♥ —- প্রভাত

♥ বসন্ত বিলাস ♥
——————–
প্রভাত
*************

তোমার বসন্ত দিনে, আমার ফেলে আসা বসন্তবেলা,
জাগাক প্রাণে নূতন আলো,
উচ্ছ্বাসে ভাসুক, হাসি, আনন্দের ভেলা।
বহুদিন হয়েছে গত, হয়তো কেঁটে গেছে একযুগ,
বসন্ত বরণে উঠিনি মেতে, হয় নি আর সেই সুযোগ।
হঠাৎ আজ মনের দুয়ারে —–
কে যেন নাড়া দিয়ে গেল বসন্ত বিহারে !
বাঁজালো সে বাঁশি প্রাণের টানে,
কাছে পাওয়ার আশে———
তাকে খুঁজে, খুুঁজেই শেষ হলো বেলা,
মাতা হলো না আর বসন্ত বিলাসে।
আজও কল্পনায় ভাসে কত মুখ !
মন এঁকে যায় কত পুরোনো দিনের ছবি।
বসন্ত দিনের প্রথম প্রহরের আবির রাঙা রবি।
দিনের শুরুটা তার হাত ধরেই,
অপরাহ্ন, সায়াহ্নের সব আয়োজনে,
আমরা মেতে উঠতাম বসন্ত আবাহণে ——
শুধু হাসি, আনন্দ, আর গানে।
এখনো বসন্ত আসে কুহেলিকার মায়া ভেঙে,
আমি খুঁজে ফিরি আমার ফেলে আসা বসন্তবেলা
উদাসী প্রহর গুণে, গুণে।
আজও ফুটে শিমুল, আজও ফুটে পলাশ,
পত্র বৃক্ষের শাঁখে,শাঁখে।
কোকিল গেয়ে যায়, তেমন’ই কুহুতানে।
কি করে বুঝাই তোদের, আমি যে পড়েছি বাঁধা,
ফেলে আসা সেই বসন্ত দিনে।

ঢাকা,
১৪ ফেব্রুয়ারী, ২০২২ ইং।
( স্বত্ব সংরক্ষিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *