প্রাণহীন প্রাণ কলমে: মহুয়া ঘোষ

প্রাণহীন প্রাণ
কলমে: মহুয়া ঘোষ
আচ্ছা আমি কী মরে যাচ্ছি?
অনুভূতি গুলো এত অসহায় কেনো আজ
দু’চোখ জুড়ে স্বপ্ন শক্তিহীন
জানলার বাইরে আবছায়া দৃষ্টি
জ্যোৎস্না গড়িয়ে পড়ছে পাশের বাড়ির দেওয়ালে
আমি চাঁদ কে আর খুঁজছি না কেনো!!
তবে কী আমি মরে যাচ্ছি?
পিছু টান ভীড় করছেনা স্মৃতিতে…
স্নায়ুতন্ত্রে নেই নামমাত্র অস্থিরতার লেশ..
এ কী হলো আমার
আমি বোধহয় মরেই যাচ্ছি
আমার মরে যাওয়াই উচিত..
হঠাৎ দমকা হাওয়া..
বলে গেলো.. মরিস না,
দরজার ওপারে বসন্ত আজও প্রতীক্ষারত,,
সময় তো হয়নি এখনো অত
তীব্র আঘাতে অনুভূতি ছিলো ঘুমিয়ে
হাওয়ার ঝাপট দিলো সেটুকু ফিরিয়ে,,
কুঁকড়ে গেলাম গভীর ক্ষতে যন্ত্রণা,,
বুঝলাম তবে আমি এক্ষুনি মরছিনা।