অনুভূতির আক্ষেপ — কলমে — শুভ্রা গুপ্ত
অনুভূতির আক্ষেপ —
কলমে — শুভ্রা গুপ্ত
তুমি দেখেছ, আকাশের গায়ে চাঁদ কে
বলিপ্রদত্ত হতে ……
তুমি দেখেছ, কালো মেঘের আড়ালে
হারানো আলোর বর্ণচ্ছটা …….
তুমি শুনেছ, প্রকৃতির বুকে জাগ্রত
আগ্নেয়গিরির শব্দ ……..
তুমি শুনেছ, কোনো অভাগার হৃদয়
নিঙড়ানো কান্না ……….
তুমি পেয়েছ কি ছুঁতে তার অমোঘ
পেলব পরশ……………
তুমি পেয়েছ, তার গায়ের ঐশ্বরিক
কোনো গন্ধ ……….
নাকি শুধুই উপলব্ধি করা এক
হলুদ ফুলের স্পর্শ।