সংশোধন — কলমে: মহুয়া ঘোষ
সংশোধন
কলমে:মহুয়া ঘোষ
ভুল গুলো জড়ো করে
আজ একটা পাহাড় বানালাম
নোনতা জলের দুটো ঝড়না দিলাম তাতে
অসতর্ক একটা সর্পিল পথ
আর দিলাম পাহাড়ের গায়ে অজস্র
আবেগের ঝাঁকড়া ঝাঁকড়া গাছ
কিছু সুগন্ধি দেবদারু
হঠাৎ দেখি ধস নামলো
চমকে উঠলাম,সম্বিৎ ফিরলো
বুঝলাম সবটাই ক্ষনস্থায়ী
মেরামত প্রয়োজন
ডিনামাইট দিয়ে ফাটল ধরালাম ,
ভুল পাহাড়ের গায়ে।
হুড়মুড় করে ভেঙে পড়লো সবটা
বুঝলাম এভাবে মেরামত হয়না
নতুন করে গড়তে হবে সঠিক করে..
ভালোবাসা দিয়ে
ভুল নয়, এবার গড়তে হবে বাস্তবতা দিয়ে।