*******🌹 কল্পিত সমাবর্তন🌹 অবহেলিত প্রেম 🌹*****(পর্ব-চার) ✍️✍️নর্মদা চৌধুরী
********🌹 কল্পিত সমাবর্তন 🌹*********
******🌹 অবহেলিত প্রেম 🌹*****(পর্ব-চার)
✍️✍️✍️✍️✍️✍️✍️ নর্মদা চৌধুরী
প্রিয়তমা আমি আজো আকাশ ছুঁয়ে দেখার স্বপ্ন দেখি জানো!
সেই যে আকাশে মেঘে মেঘে আঁকা হবে
পাবলো পিকাসোর অনন্য কোন চিত্র,
যা দেখতে একযুগ অপেক্ষায় থাকবে তোমার প্রতীক্ষিত কোন ইচ্ছে।
প্রতিদিনের পরিশ্রম শেষে একটু একটু করে জমিয়ে রাখি আমাদের…………
আগামীর স্বপ্ন।
নিন্মমধ্যবিত্তের জীবনটা খুব অদ্ভুত,
এখানে বেঁচে থাকার জন্য বরণ করে নিতে হয় প্রতিদিনের মৃত্যু।
জীবনটা গল্পের মতো না হলেও প্রিয়তমা!!
কোন কোন জীবন হয়ে ওঠে জীবন্ত গল্প,
আস্ত একখানা বেদনার্ত উপন্যাস।
যে জীবনে কোন রঙ ছিল না কোনদিন!
সেও হয়ে ওঠে রঙিন চলচ্চিত্র।
ভালোবাসারা আশ্রয় খোঁজে এখানে,
একমুঠো গরম ভাতে;
অথবা ভাঙা পাঁচিলের গায়ে!
যেখানে রোজ লেখা হয় “পথের পাঁচালি”।
অপু -দূর্গা লাইনে দাঁড়িয়ে থাকে
পড়া শেষের ভাতের জন্য।
অর্দ্ধাহারে শুকিয়ে যাওয়া চোখের দৃষ্টি ক্রমশ ফ্যাকাশে হয়ে আসে,
ফ্যাকাশে হয়ে আসে সুখের স্বপ্ন ।
তবুও প্রিয়তমা!
আমি আকাশ হতে চাই,
অফুরান প্রেম ঢেলে তোমাকে অনন্যা রূপে দেখতে চাই আর একবার!
অবহেলিত প্রেমকে করে যেতে চাই চিরন্তন,
সেই চিরন্তনী সত্ত্বার পদতলে বসে আজন্ম মগ্ন হবো তপস্যায়।
তুমি হবে আবেগের নদী!
যার জলে প্রতি মুহূর্তে ভেসে উঠবে আমার আকাশ,
আর রঙ বদলের প্রতিটি চিত্র;
এভাবেই হবে কখনো কখনো প্রতীক্ষার অভিসার……………….
আবার কখনো কখনো বিরহের অশ্রুপাত।
নর্মদা চৌধুরী