ভালোবাসা পণ্য নয় (মনের কথা) স্বরচিত বাবিয়া মিত্র নন্দী

ভালোবাসা পণ্য নয়(মনের কথা) স্বরচিত

বাবিয়া মিত্র নন্দী

কেউ কেউ আছেন,
যাঁরা ভালোবাসা পেলেও তাঁকে পণ্যের ন্যায় বাজারে বিক্রয় করেন।
আরও আরও চাই বলে চিৎকার করেন
ভালোবাসা টা তাদের কাছে নেশার মতোন কাজ করে
কারণ সে সেই ভালোবাসা নিয়ে খেলার সংসার গড়তে চায়
সে সেই ভালোবাসা কে কেন্দ্র করে অন্যকে নীচু দ্যাখাতে চায়।
তাঁরা দিনের শেষে বাঁকা হাসি হেসে বলে ভালোবাসা?
হা হা হা।
আমার রূপে কেই বা না ভালোবেসে থাকতে পারবে!
আমি তো বাগানের সবচেয়ে দামী ফুলের মধ্যে একটা।
আমি গোলাপ হলেও আমায় তুলতে এসে তো কাঁটার খোঁচা খেতেই হবে।
আমি তো এমনই সুন্দর /সুন্দরী যে চাঁদও আমার রূপ দেখে ঈর্ষা করে।
সেখানে “তুমি” বা “সে” তো কোথাকার ছাড়।
তাই সে পচুক মরুক,তিলতিল করে আমার পায়ে পড়ে ভিক্ষের ঝুলি পাতুক।
আর আমি?
আমি তো সেই সাত রাজার ধন,বৃদ্ধ রাজার একাকী রাজ্যের রূপসী রাজকন্যে…
আমার জন্য তো স্বয়ংম্বর সভা বসবে।
আমি কি যা তা ফেলনা নাকি?
যে যা খুশী ভাবে চাইলেই আমি তাঁর হয়ে যাবো।
আমি তো চির অনাথের চির বসন্তের স্বপ্নে দ্যাখা সেই রূপসী,কখনো আমিই মেনকা আমিই রম্ভা
বা আমিই সেই উর্বশী।
যাদের রূপের ছটায় স্বর্গরাজ্য ও পায়ের তলায়
বিভূষিত হয়।
কতশত দেব দেবী মানব মানবী আমার রূপে মুগ্ধ হয়,সেখানে তুমি কে হে?
থুরি,আমি কেউ নই।
আমি কেউ হোতেও চাই না।
কারণ আমি তো জানি ভালোবাসা কোনো হিসেবের বস্তা না।
যাকে মেপে মেপে সিন্দুকে ভরতে হয়।
আমিই তো কখনও হাজার হাজার জনের হোতে চাই নি।
আমি তো খুব সাধারণ।
আমি অতি সাধারণ
আমি চিরটা কাল ধরে, বিশ্বাস করো চিরটাকাল শুধু একজনের হয়েই বাঁচতে চেয়েছিলাম।
একজনের হয়ে বেঁচে থাকার যে সুখ,
সে সুখ হাজার জনের হয়েও নেই।
লক্ষজনের হয়েও নেই।
অযুত কোটি জন এলেও নয়।
ভালোবাসা তো ভালোবাসাই।
ভালোবাসা সকলের জন্যও ভিন্ন ভিন্ন ধরণের হয়
সম্পর্ক আলাদা হয় ঠিকই।
তাই ভালোবাসার অভিধানে সম্পর্ক রা ভিন্ন রূপ পায়।।
সম্পত্তি নিয়ে তো ভাগাভাগি হোতেই পারে
কিন্তু সম্পর্ক ভালোবাসা কখনও ভাগ করা উচিত নয়
ভালোবাসা বড্ড পবিত্র।
যে পায় সে মুল্য বোঝে না
যে পায় না সে সারা টা জীবন খুঁজে ফেরে
কারুর ভাগ্যে শয়,তো কারুর সয় না
ঠিক যেমন নীলা সকলের আঙ্গুলে সহ্য হয় না।
তাই প্রতিযোগীতা ন, ভালোবাসা কে বুকের ভিতর সযত্নে লালন কর, অনুভব করো
কেউ একশ শতাংশ ভালোবাসা পেলেও সন্তুষ্টি পায় না।
কেউ হাজার অপমানের মধ্যে ও ভালোবাসা খুঁজে
এক বিশাল পাহাড় গড়ে ফেলতে পারে
আসমুদ্রহিমাচল পাড়ি দিতে পারে
চাঁদের মাটিতেও ঘর গড়তে পারে।।
ভালোবাসা তো একটা রূপকথার রাজত্ব
সেখানে রাজা-রাণী, দাস-দাসী সকলেই সমান।
সকলেরই অধিকার আছে এর ভাগ পাওয়ার।।

বাবিয়া মিত্র নন্দী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *