কবিতা- যদি ভালোবাসো কলমে- শিখা বিশ্বাস।

কবিতা- যদি ভালোবাসো
কলমে- শিখা বিশ্বাস।
…………………………..
যদি বলো ভালোবাসি-
কৌতূহলী মন হাজারটা কারণ খুঁজবে…..
মনকে করবে ক্লান্ত নাছোড়বান্দা প্রশ্নেরা।
তার চেয়ে বরং ঠায় দাও তাকে,
তোমার নিভৃত নীরব ঘরে!
লালন করে যেও রুটিনমাফিক…..
তোমারই বিশুদ্ধ চিন্তনে!!
চলতি হাওয়ায় উড়ে আসা ব্যথারা …..
যদি অটল থাকে মনের উঠোনে;
পারবে কি তখন নীরব ঘরের দ্বার খুলতে?
সহানুভূতিতে একান্তে সংগোপনে!
আমি যদি বলি-
মানুষের পৃথিবীতে আমি কেবল মানুষকেই ভালোবাসি!
অবারিত কোলাহলে….আমি হবো পরাজিত!
ধর্মের মন্দির আগলে রাখতে রক্তার্ত হবে কেবল আত্মার মন্দির!
পারবে কি তখন হাতিয়ার হতে?
ধর্মের মন্দিরে তালা ঝুলিয়ে, আত্মার মন্দির খুলতে?
যুদ্ধশেষে বিজয়ী হলে,
তোমার নিভৃত নীরব ঘরে-
বারংবার প্রতিধ্বনিত হবে…..
ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি!!
আমার নির্জন পথ এবং সুযোগ সন্ধানীদের ভিড়ে-
যদি হারাই কখন ও শুচিতা,
সঞ্চিত যতো বিশুদ্ধতা….
সব উজাড় করে দিয়ে,
ধরবে না বলো, সকাতর হাতখানি!!
আমি যদি বলি-
প্যারিস উদ্যানে হাঁটবো রঙের আদলে!
আমি যদি বলি-
আটলান্টিকের জলে ডুববো ইচ্ছেমতো!
যদি বলি-
এভারেস্টের চূড়ায় উঠে যাব নিমেষেই!
যদি বলি-
ঐ যে বিশাল গহন অরন্যপথ বিচরণ করবো নির্বিঘ্নে;
তুমি কি বলবে না আমায়?
প্রমোদ, গভীরতা, উচ্চতা, বিশালতা সবই তো আছে,
আমাদের মনের ঘরে, চিন্তায়- চেতনে।
ওরা ও যে হাঁটতে চায় সময় সরণী বেয়ে ……!!
চাইতে পারি তোমার কাছে সাতরঙা এক আকাশ!
চাইতে পারি, চাঁদবুড়ির সাথে তারাগোনা এক রাত!
চাইতে পারি, চারুল, বট,হিজলের তলায় তোমার শীতল পরশ!
চাইতে পারি, মৃদুমন্দ এক শিউলি ফোটা ভোর!
চাইতে পারি, মহুল, পলাশ, শিমুল, বকুল এবং কৃষ্ণচূড়ার রঙ!
সবই তো ঐ মনের ঘরে।
তোমার জন্যই শুভ্র সকাল-
আলোক বার্তা বইবে!
তোমার জন্যই উদাস দুপুর আউল বাউল দেশ ঘুরবে!
তোমার জন্যই গোধূলি লগন সন্ধ্যা প্রদীপ জ্বালবে!
তোমার জন্যই নিশুতি রাতে স্বপ্ন পাখিরা উড়বে!!
যদি ভালোবাসো ………!!