হা রে রে রে __ অঞ্জনা চক্রবর্তী
হা রে রে রে
অঞ্জনা চক্রবর্তী
ঈশ্বর ব্রহ্মান্ডে ঘুরতে ঘুরতে গড়লেন তার সাদৃশ্য এক প্রাণী
নাম দিলেন, মানুষ |
বিবেক বুদ্ধি বিচক্ষণতা আত্মনিয়ন্ত্রণ, নয়ন থেকে বুক, বুক থেকে হাত পা মুখ
সর্বানী.. সুন্দর হারাবে না মান ও হুঁশ |
সময়ের কালসর্পে হুসমন্তর দৈব গুণাবলী
হা রে রে রে.. এলো দানব শর্তবলি |
মোহন বাঁশিতে জাগলো কাম
পথভ্রষ্ট রাধে শ্যাম ;
শোকাতর না লোভ.. কিসে যেন বাড়লো ক্রোধ,
মুখের আগল গেল খুলে, শিল্পে এখন অর্বাচীন রাজ্য
চলে বর্ণ কদর্য্য
মোহ ছিল মোহিনী কথামালায়, বাঁশির সুরে
বুক জুড়িয়ে যায়
দর্প দাম্ভীকতায় দিক হারায়
পরশ্রীকতরতায় অন্যকে ছলে বলে নিচে নামাতে যায়
সম্প্ৰতিতে সে এতটাই নিম্নগামী আজ
অসুর কূলে প্রবেশ.. যে পাতালে আছে কুবের,
আর আছে নাগপাশ |
মানুষ আজ আর মানুষ নেই ;বিচ্ছুতিতে অস্তিত্ব
এখন কি তবে ডায়নো সেরস!–না ড্রাকুলা? রক্ত খেকো মানুষ সভ্যতা?