অমৃত কথা //মৌসুমী মিত্র

অমৃত কথা //মৌসুমী মিত্র

অমৃতের তুলি দিয়ে আঁকবো একটা পৃথিবী —- শুধুই তোমার জন্য মা।
সেখানে থাকবে তুমি আর তোমার সন্তান।
দু’চোখ ভরা মায়া , দু’টো হাতের আশ্বাসের বাঁধন,হৃদয় ভরা অমৃত — বিধাতার এত অমূল্য দান!
তবে কেন গো মা চারদিকে এত অযোগ্য সন্তান ।
তবে কি আছে কোথাও শূণ্য আয়োজন ?
ফাঁকি পড়ে গেছে কি কোনো হৃদয় বৃত্তি ?

মা -আম্মি – মম্ —— সর্বজনীন হৃদয় ধর্ম।
“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে”—- কেন শুধু ই “আমার ” সন্তান ?
“পরের ছেলে পরমানন্দ” —- এ কোন্ বিকৃত আনন্দ ?
এ কোন্ হৃদয়ের ধর্ম ?
কোথায় হারালো হৃদয়বত্তা ?
আঙুল ধরে প্রতিযোগী তৈরী করেছো ওদের।
হৃদয়ের ধর্ম ওদের কানে যেন না পৌঁছায়,তাই তো ঠুলি গুঁজে দাও ওদের চোখে কানে —-
অমৃত পান করবে শুধু “আমার” সন্তান ,বীজ মন্ত্র জপেছো অহরহ ।
আর আজ দেখো তুমি”দ্যা বেষ্ট মম্ ” ।
তোমার সন্তান স্বার্থপরতার শৃঙ্গে চড়ে পৃথিবীকে দেখে , তুমি ও দেখো তারে ভিনগ্রহ হতে ।

চারপাশে মেলো চোখ —– অমৃতের পুত্র আছে অনাহারে , অপুষ্টিতে ।
আর তুমি মা ,হৃদয় মেধা মনের পুষ্টির দাও নাই মান।
‘আপন’ সর্বস্ব পৃথিবীতে আপন করেছো শুধু আপন সন্তানেরে ।
হৃদয় অমৃত ধারে আপনারে করাও এবার স্নান ।
চারপাশে ঘিরে রবে তোমাদের সুযোগ্য সন্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *