#চলো_শীত_মাখি © শ্বেতা ব্যানার্জী

#চলো_শীত_মাখি
© শ্বেতা ব্যানার্জী
এসে গেছে শীত
মনে সংগীত
……….মন উরু উরু করে।
ঠাণ্ডা জলে স্নান
স্নানঘরে গান
……..বেসুরো সুর কে ধরে।।
বয়ে যায় বেলা
রোদ নিয়ে খেলা
……… মুঠো ভরি তুলে রাখি।
চলো এক সাথে
ওই খোলা মাঠে
……… রোদের আদর মাখি।।
আলতুসি শীত
মনে বড় প্রীত
……..প্রীতিলতাতেই বাঁধি।
পশ্চিমের কোলে
সূর্য যেই ঢলে
………কাঁপা সুরে গান সাধি।।
বড়দিনের দিনে
সবাইকে নিয়ে
…….জমিয়ে হবে খাওয়া।
সবারই সাথে
হাত রেখে হাতে
………ভালোবাসাকে পাওয়া।।
খেজুরের গুড়ে
মন উড়ে উড়ে
………সরুচাকলিতে বসে।
জিরনের রসে
মন নেই বশে
……….জীভ দিয়ে জল আসে।।
দুধে ভেজা পুলি
চাই সব গুলি
……..…পাটিসাপটার সাথে।
গুড় পিঠে ভাজা
মুগ পুলি তাজা
……আনন্দে মন যে মাতে।।
আলু দিয়ে দম
মশলাটা কম
……..গরম কচুরি পাতে।
ঝাল ঝাল মুখ
মনে আনে সুখ
……কষা মাংসের সাথে ।।
ঝাল ঝাল শেষে
মিষ্টি ভালোবেসে
…….তাকাই ভাঁড়ার ঘরে ।
শেষ পাতে তাই
মিষ্টি মুখ চাই
………পায়েসের হাত ধরে ।
পাটালির সাথে
কামিনীটা মাতে
……..ঘন দুধে জ্বাল দাও।
কিশমিশ কাজু
খোয়াক্ষীর যাদু
………একদিন রেখে খাও।
পেটুক বাঙালি
খাবার খেয়ালী
……..খাবারেই যত সুখ।
হো’ক পেটরোগা
আমাশয় ভোগা
……..তবু, মানেনা সে অসুখ।