#পাতাখোর #সায়ন্তিকা
#পাতাখোর
#সায়ন্তিকা
পাতাদের খিদে পেলে ,
ওরা কবিতা চিবিয়ে খায় !
আমি ঈশ্বরীকে হেঁটে যেতে দেখি পাতাদের ওপর দিয়ে ,
সেখানে কোনো কবিতা নেই !
আমরা মানুষ হওয়ার লোভ সামলাতে পারিনা ۔۔۔
তাই গাছেদের মতন লম্বা হয়ে উঠি !
মানুষ আর ঈশ্বরের মধ্যে পার্থক্য করতে জানেনা গাছেরা ,
তারা শুধু আড়ি পাতে দেয়ালে !
খসখসানি , গম্ভীর অথবা পেলব ۔۔۔সুরের বিভিন্নতায় জেগে ওঠে কবিতা ,
ক্ষুদার্থ রাস্তার ওপরে শুয়ে থাকে পাতাখোর ,
সে কবিতা লিখতে শেখেনি !
আমি খিদে পেলে কবিতা গিলে খাই ,
বদহজম হয়ে বেরিয়ে আসে নাড়িভুঁড়ি !
গলায় গিয়ে গর্ত খোঁজে শব্দ ۔۔۔
একটু অন্ধকার পেলেই য্যানো ঢুকে পড়বে !
বাইরে তখন এক পাতাখোর চিৎকার করে ডেকে চলেছে , ডেকেই চলেছে ۔۔۔۔
“ওরে বড়ো ক্ষুদা লাগিসে রে !”
আজ একটা পাতা খসবেই ۔۔۔۔গাছেরা জানে সে কথা !
আমি শুধু কবিতা লিখতে জানি ,
অথচ রান্নাঘরে চাল বাড়ন্ত !