আপশোস — অতসী চক্রবর্তী ঠাকুর

আপশোস
অতসী চক্রবর্তী ঠাকুর

সেই একই ভুল করতে বসেছিলাম

জীবনের সঙ্গে আপোষ করতে করতে
কখন যে সারাটা ভিতর রক্ত ঝরে গেছে, বুঝিনি আগে।

মরা শিকড়ের ওপর দাঁড়িয়ে একটা শরীর, ঘুণ ধরছে,
যেন কেউ ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে মর্গের দেশে।

আমি ধুলোর সঙ্গে চুপচাপ এঁটে থেকেছি
পাশ কাটিয়ে চলে গেছে জীবনের কোলাহল, সঙ্গম
ঝলসানো মত্ততা, বিষাদ……
ধুলোর সঙ্গে জড়িয়ে থাকতে থাকতে আমি আরও বড় হয়ে উঠছি।

সাপের ফণার মতো মুখ
আর বিষ
এসবই আমার হিমঘরের উপকরণ।
ঠান্ডা হতে হতে আমার ভিতর বেড়ে ওঠে একটা নিথর গাছ,
তার ডাল যে কখন খুঁজে নিয়েছে জানলার আলো, নিজেই বুঝিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *