ফেসবুক এসেছে বলেই // সুখদেব রায়//

ফেসবুক এসেছে বলেই
// সুখদেব রায়//

ফেসবুক এসেছে বলেই
হারানো বন্ধুদের যায় খোঁজা ,
সোস্যাল মিডিয়ার জগতে
নিজেকে চেনানো কতো সোজা !
ফেসবুক এসেছে বলেই
জীবনে জাগে নতুন আশা ,
মনের কথা শেয়ার করে
কাটানো যায় দুঃখ- হতাশা ।
ফেসবুক এসেছে বলেই
লাইভ – ভিডিও চ্যাট – সেল্ফি ,
পরিপাটি সাজগোজ করে
দৃষ্টি আকর্ষণ করা ভেল্কি ।
ফেসবুক এসেছে বলেই
কতো শিল্পকলা প্রদর্শনী ,
মহান এক প্রতিযোগিতা
কে বড়ো প্রতিভাবান গুণী ?

ফেসবুক এসেছে বলেই
দাম্পত্য কলহ ঘরে ঘরে ,
একে অন্যের প্রতি সন্দেহ
পরকীয়া বুঝি চুপিসারে !
ফেসবুক এসেছে বলেই
বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় ,
দুর্বলতার সুযোগ নিয়ে
অনেকেই প্রতারিত হয় ।
ফেসবুক এসেছে বলেই
অনলাইনে ব্যবসার মেলা ,
আসল পরিচয় লুকিয়ে
বন্ধুত্বের ফাঁদ পেতে খেলা ।
ফেসবুক এসেছে বলেই
দুষ্টুমতি ভাবনাদের হানা ,
লাইক কমেন্টস পেতে হবে
অশ্লীল হতেও নেই মানা ।
———————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *