আলোর চৌকাঠ
—————————
হৃদয়ের আকাশে কত না মেঘ জমে রাশি রাশি!!
ডম্বরুর ঝংঙ্কার তোলা বিলম্বিত ধ্বনিতে
বাজে ভেঙেচুরে যাওয়া আকাশ-ভরানো সঙ্গতের মূর্ছনা।
দুরন্ত নির্বোধ খেয়ালী মন সহস্র মেঘের পালকে
তবুও রঙ খোঁজে উজ্জ্বল নীলে ঢালা আবেগী রঙ।
কত না ছেঁড়া ছেঁড়া স্বপ্নের গলিত বৃষ্টির স্রোত
পৃথিবীর নীলকান্তি সমুদ্রের ঢেউয়ে মেশে নিঃশব্দে।
যত জ্বালা যত আঁধার নামে নিরবধি আসা-যাওয়ার মিছিলে..
যত শিশির ঝরে অনিঃশেষ ব্যর্থবাসনার কাছাকাছি..
নিঝুম সময়ের আশপাশ অলিগলি..পৌষের ঝরাপাতা পথে..
সেইখানে তৃষাতুর হৃদয় খোঁজে রাংতামোড়া সোনালি সকাল..
তরুণ সূর্যের আলোক প্রাবল্য।
রূপরঙের উজ্জ্বলতা কঠিন শীতেও অম্লান
মেঘরঙা জীবনের মুখোমুখি যাবতীয় হৃদয় নীলিমা।
মেঘজমা হৃদয় কখন যেন খুলে দেয় আলোর চৌকাঠ..
———————————//——————————-

1 thought on “আলোর চৌকাঠ

  1. দারুণ সুন্দর কবিতা। খুব ভালো লাগলো।

Leave a Reply to উত্তম কুমার খাঁ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *