ফুলের সাজি –বিবেকানন্দ মণ্ডল

ফুলের সাজি
–বিবেকানন্দ মণ্ডল

শিউলি ফুল তুলব বলে
খুব উঠেছি ভোরে ।
শিউলিগুলো হাসছে দেখি
গাছের তলায় পড়ে ।

আদর করে নিই গো তুলে
জামার আঁচল-খুঁটে ।
চাপা তলায় অনেক চাপা
গেলাম সেথা ছুটে ।

‘চাপা’ আসার আগেই আমি
তুলে নিলাম চাপা ।
‘চাপা’ এসে ফুল না পেলে
রেগে হবে খাপ্পা !

জুঁইয়ের গন্ধ পাচ্ছি নাকে
ঐ ফুটেছে জুঁই ।
সকাল ছ’টায় উঠলে ‘জুঁই’
ফুল পাবি না তুই ।

কনকচাপা কোথায় আছে
সেও আমার জানা ।
‘কনকচাপা’ ফুল তুলতে
করেছিল মানা ।

‘কনকচাপা’ বললে হবে ?
শুনছি আমি কত !
স…ব তুলব বেছে বেছে
গাছের ডগায় যত ।

বেলি ফুলের গন্ধ বুঝি
ঐ পাওয়া যায় পাশে ।
বেলি ফুল তুলতে ‘বেলি’
প্রতিদিনই আসে ।

আজ কিন্তু হবে না তা
খুব উঠেছি ভোরে ।
দেখবে এসে ফুল নেইকো
গাছটা আছে পড়ে !

‘শিউলি’ নামটা এমনি কি গো ?
খুব ভোরে যে উঠি ।
সবার আগে সাজি নিয়ে
ফুল তুলতে ছুটি ।

সাজিয়ে নিয়ে ফুলগুলি সব
গাঁথব আমি মালা ।
মায়ের পুজোর সময় হলেই
সাজিয়ে দেবো ডালা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *