প্যাক-আপ —— স্বপ্না সাহা

প্যাক-আপ

স্বপ্না সাহা

মৃত্যু এসে শিয়রে দাড়িয়েছে,
আমি আবছায়া আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি
আমার ফেলে আসা বিগত দিনগুলো।
মায়ের কোলে প্রথম শিশুটি
অবাক পানে চেয়ে দেখছে সকলকে।
তারপর শৈশবের দস্যিপানা
কেমন যেন এক আল্পনা এঁকে
ছড়িয়ে পড়েছে গোধূলির আকাশে।
সদ্যোজাত কৈশরের মেয়েটি আস্তে আস্তে
ভরা নদীর মতো যৌবনে প্রবেশ করছে।
তারপর শাঁখা সিঁদুর সানাইয়ের সুরে সুরে
তার প্রবেশ হল আর একটি জীবনে।
যেখানে সে স্ত্রী, বৌমা মা-এর রোলে
অনবদ্য অভিনয় করে চলেছে প্রতিদিন।
যৌবন শেষে বার্ধক্যের বেলাশেষে
প্রিয় মানুষটির হাত যখন হাত ছাড়িয়ে
পাড়ি দেয় অচিনপুরের পথে,
তখন জীবন সায়াহ্নে এসে মন
ব্যথিত হয় নানা ঘাত-প্রতিঘাতে।
‘একা’ শব্দটি চিরকালের সঙ্গী হয়ে দাড়ায়।
আর এভাবে জীবনের প্রতিটি চরিত্র
ভীষণ রকম বাঙ্ময় হয়ে ওঠে।
তারপর আসে প্যাক-আপের পালা,
জীবনের রঙ্গমঞ্চে লাইট, ক্যামেরা,
অ্যকশন সব ফিরে যায়
অন্য কোন নাটকের অস্তিত্বে।
আর তখন আমিও প্যাক-আপ করে
ফিরে চলি আমার গন্তব্যস্থলে।
মৃত্যুর সাথে আজ আমার নতুন পরিচয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *