বাড়ী ——- কথাকলি ঘোষ

বাড়ী
কথাকলি ঘোষ।

একটা বাড়ী থাকায় আর না থাকায়
অনেকখানি তফাৎ হয়ে যায়।
ট্রাকে বা টেম্পো তে চলে গোটা সংসার__
বাসনকোসন,ট্রাঙ্ক,বিছানাপত্র সব।
সরকারী আবাস বা ভাড়া বাড়ী থেকে
অন্য কোনো নতুন জায়গায়।
সাজিয়ে, গুছিয়ে, পরিষ্কার করে
রাখতে হয় অন্যের বাড়ী কে ও।

অনেক পরিশ্রম সাপেক্ষে,বহু কাঠ খড় পুড়িয়ে
তৈরি হয় নিজস্ব বাড়ী।
পরম মমতায়,ভালবাসায়_
সেজে ওঠে ঘরের প্রতিটি কোণ,দেওয়াল।
দাদা বলতেন_বাড়ী হল মেয়ের মতো, মায়ের মতো।
এই বাড়ী ছেড়ে ও যেতে হবে একদিন।
বাড়ী শুধু দাঁড়িয়ে থাকবে
নাম,পরিচয় টুকু বহন করে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *