স্বাধীনতা তোমাকে —— ঝুমা মজুমদার চৌধুরী
 
                স্বাধীনতা তোমাকে
ঝুমা মজুমদার চৌধুরী
ধর্ষিতার  চিহ্ন ও পোড়া শরীরের  গন্ধ নিয়ে
তোমাকে খুঁজছি  স্বাধীনতা l
তুমি আজ বন্দী  ফুলমালায়  , শহীদ বেদীতে..
আমি বন্দনা না করে  , তোমাকে ছুঁতে চাই স্বাধীনতা l
কে বলেছে আমি স্বাধীন?
অস্থিমজ্জায়, প্রতি রোমকূপে আমি পরাধীন l
আমি সেই ভারতবর্ষ
যার প্রতি বিন্দুতে লেগে থাকা শহীদের রক্তে
জন্ম নিয়েছে শত শত পাপ, বিষাক্ত বাতাস…
মুক্ত ডানার, সুদূরের পাখী তুমি স্বাধীনতা?
নাকি নেহাৎই অ্যাবস্ট্রাক্ট নাউন এ বন্দী
কোনো অদৃশ্য অনুভূতি ….
উচ্ছল ঝর্ণা .. ফাগুন মধুবন্তী !
আমি আজও তোমার নাগাল পাইনি l
আমার নগ্ন শরীরে কিলবিল করছে লিপ্সা ,
আমার উন্মুক্ত স্তনে বুভুক্ষু চোখে তাকিয়ে আছে মৃত পরিযায়ী বাবা মায়ের স্তন্যপায়ী শিশুটি…
মৃত্যু মিছিলে লুকোচুরি খেলছে শৈল্পীক রাজনীতি. …
অসহ্য  অন্ধকারে এ তুচ্ছ শরীরের হোক আত্মাহুতি l
থামো  ক্রুর, থামো  জিঘাংসা, শেষ  হোক অতিমারী…
সেলুলার  জেলের  অভিশপ্ত  ফাঁসি কাঠের পাথরের  উপর দাঁড়িয়ে,
প্রথম সূর্যের আলোয় ভিজুক  এ নগ্ন পাপের
শরীর l
অগুরুর ঘ্রাণে,  অরণ্য  সুবাসে  মথিত  হোক চেতনা…
তোমাকে চিনে  নিক  উত্তরসূরি l
শুধু চলে যাবার আগে
ধনুষ্কোডির   সমুদ্র সঙ্গমে, অপাপবিদ্ধ আকাশে তোমাকে নিয়ে
একটা  কবিতা লিখে  যেতে  চাই স্বাধীনতা….
– আগস্ট ১৪, ২০২০

