স্বাধীন ৭৫ —— অতসী চক্রবর্তী ঠাকুর

স্বাধীন ৭৫

অতসী চক্রবর্তী ঠাকুর

শত শহীদের রক্তে ধুয়ে এসেছে যে স্বাধীনতার পথ সেই পথকে আমি চুম্বন করি।
ত্যাগের রং গেরুয়া। সবুজ স্বপ্ন দেখায় যার কাছে শরীর মন অনেক তুচ্ছ। সাদা সদা সত্য…
শান্তির প্রতীক।
যদি আরও একবার স্বাধীনতার ছবি আঁকতে পারতাম…
আমি চুম্বন করি একত্রিত তিনটি সরলরেখাকে
যা গেরুয়া, সাদা, সবুজ রঙে ঢাকা।
মধ্যিখানে সত্যের চাকা…অপূর্ব সুন্দর।

স্বাধীনতা এসেছিল সাথে এসেছিল দগদগে ঘা।
বিভাজনে আসা স্বাধীনতা কোথাও গিয়ে আজও আনন্দ উৎসবের পাশাপাশি বুক চিরে ভাগ হবার দগদগে অনুভূতি জাগিয়ে তোলে।
না মেলার যন্ত্রণা।
কোন কলমের মসৃণ কালি কোন কবিতার সেতুও মেলাতে পারবেনা এই বিভাজন।
যানিনা দূরত্ব কতটা আরাম দেয় তবে সব কিছু ছিনিয়ে নেয়।
বিগত দু বছরে মরণ করোনা ভাইরাস আমাদের যেভাবে পরাধীন করে গৃহবন্দী করে রেখেছে, মানুষের জীবন আজ মমরুভূমি প্রায়।
ব্যাক্তি স্বাধীনতা আজ গিয়ে দাঁড়িয়েছে সোশাল মিডিয়া আর মুঠো ফোনে।
মরণ ভাইরাসের ভার বইতে বইতে আজ আমাদের সকলের মুখে ক্লান্তির ছাপ।
নাড়ীর স্পন্দনে বেঁচে থাকা হারিয়ে যাচ্ছে।
আমরা বেড়ে উঠছি ঠিকই কিন্তু তার সাথে হারিয়ে ফেলছি অনেক কিছুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *