*ডাক* *মধুমিতা ধর*
*ডাক*
*মধুমিতা ধর*
ক্ষয়ে যাওয়া চাঁদ নেমে এলে সমতলে
পরিযায়ী মন জ্যোৎস্না কুড়োতে চায়
রঙ চঙে ঐ আকাশটা মিশকালো
জীবনের সীমা ভাঙে কার ইশারায়।
মেঘের মিনারে মিশে আছে জলরঙ
আকাশের গায়ে স্বপ্নের রঙ নীল
পাখীর ডানায় উড়ানের ইতিকথা
কর্কশ সুরে মেঘ ডাকে হালফিল।
সামনে অতল মরীচিকার মায়া
জলপ্রপাতের শব্দে সারব স্নান
হাহাকার আর মৃত্যুর মাঝখানে
চাপা কান্নার মত বেজে যায় গান।
সংসার,ঘর কিছুই কারুর নয়
জ্বলতে জ্বলতে বিধ্বংসী দাবানল
কলিংবেলের শব্দে চেতনা জাগে
কে যেন ডেকেছে যেতে হবে, ওঠ,চল।