রং ছোঁয়াছুঁয়ি —- দুলাল কাটারী

রং ছোঁয়াছুঁয়ি
দুলাল কাটারী

আমার চোখে রাখা তুফান সৃষ্টি করা চোখ তোমার,
উড়ে যাওয়া রেশম শীতল চুল আর
সরে যাওয়া আবেগি আদুরে আঁচল;
মূর্ত প্রতিবিম্ব, আলোকিত রূপ,মোহময়ী হাস্যময় মুখ,
হে দেবী!প্রেম তপস্বীর হৃদয়ে একটু বাস করো।
আকাশ মেঘলা করে ঝড় উঠলেই মন খারাপ হয়ে যায়
মন চাইছে তোমার জন্যেই তপস্যায় বসে যাই।
তোমার জন্যে এনেছি মুঠো মুঠো পলাশ ফুল
আর চ্যাপটা পাশা কানের দুল…
ওহ্ হায়!
তোমার কাছে আমার এই কথাগুলোর
আর ভালোবাসার উপহার গুলোর কোনো মূল্যই কি নাই!
তোমার না বোঝার ভান করাটা আরো কতোই না হৃদয় বিদারক!
অথচ দেখো না বোঝার মতো একটা কথাও বলি নি।
পেন-পেনসিল, বই-খাতা কোনো কিছু নিয়েই বসার দরকার নাই।
শুধুমাত্র একবার সুযোগ করে নির্জনে মনটা নিয়ে বসলেই তো হয়!
বন্দিনী তুমি নও,শত-শত ধারায় বয়ে চলা তোমার মন;
তুমি মুক্ত বিহঙ্গ এ জগতে,তোমাকে ভালোবেসে বন্দি করা,নয়তো আমার পণ।
তবু এসো একটুখানি রং ছোঁয়াছুঁয়ি হয়ে থাক তোমার এবং আমার হৃদয়ে…
তুমি ছুঁয়ে দিলে আলতো হেসে
মুক্ত ঝরে দুচোখ ভেসে।
মানবের এই জীবন যুদ্ধে নারীই তো কান্ডারী,নারীই তো সারথি।
বলো প্রিয়া ,তুমি না এগিয়ে এলে,আমি সাহস পাই কি করে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *