উড়িয়ে দাও বাতাসে — সুদিন বন্দ্যোপাধ্যায়
উড়িয়ে দাও বাতাসে
সুদিন বন্দ্যোপাধ্যায়
(বন্দ্যো শিবানন্দ)
জঙ্গল সাফ করে আধুনিক হ’লো;
কতো কাটতে পারো গাছ,সেইবড়ো সাজসজ্জা বিশারদ।
সভ্যতার মসনদে বসে ঢেকুর তোলে রাজার দোসর।
মুরগি ডেকে উঠলো টেবিলে।মাংস খায় আরো চিবিয়ে।
লাঙ্গল এখন জঙ্গলরাজে’র হাতে;চোরা শিকারি ;
মজায় নাচে।
তখন’ও মালিক, মুখ্য বনপাল আকাশ দেখে।
শহরে জৌলুশ মাপে, টুপি পরে একদল ইঞ্জিনিয়ার
গর্ব করে দেখ বাড়িখানা।
বন ছিলো যার ঘর, তাদের চিৎকার কে শোনে।
ভাগ্য প্রসন্ন পরিবেশ নামে কিছু কথা বলার লোক —
প্রতিবাদ করছে, হোক সে মিডিয়ার ঘর।
ওদিকে তীর-ধনুক নিয়ে মাঠে, কালো মানুষের দল।
কবিরা না বসে থেকে, লিখুক হাজার পৃষ্ঠা;
উড়িয়ে দাও বাতাসে।