চঞ্চলা সুবর্ণরেখা —– দুলাল কাটারী
চঞ্চলা সুবর্ণরেখা
দুলাল কাটারী
আমার চঞ্চলা প্রেমিকার কোমল হাতের ভালোবাসার স্পর্শ
আমার গালে আদর মাখিয়ে ছুটে চলে যায়।
নিষ্ঠুর নির্জন পাহাড়ের বুকে ভালোবাসার নির্মম ক্ষত চিহ্ন রেখে
নদী যেমন এক চিরযৌবনা নারীর দৃষ্টিবাণ নিক্ষেপে আহত করে,
সমুদ্রের দিকে ছুটে চলে যায়;
একটা ভারী বুকে মাথা রাখার আশায়।
কিন্তু এখন সে জানে না
একদিন তাকেও মেঘ হতে হবে
দক্ষিণা বাতাস অবশ্যই তাকে আবারও বয়ে নিয়ে আসবে পাহাড়ের বুকে,
দু’টো ভালোবাসার কাঙাল বুক সেদিন একেঅন্যের সংস্পর্শে এসে
আবারও কাটিয়ে দেবে একরাত।