ও গঙ্গা তুমি, বইছো কেন!!! —- গৌতম চট্টোপাধ্যায়

কানপুর থেকে কন্নৌজ, থেকে বক্সারে..,
পড়ে আছে কত শব গঙ্গার পাড়ে!!!
—————————————————-
ও গঙ্গা তুমি, বইছো কেন!!!
————————————
গৌতম চট্টোপাধ্যায়
—————————
এখন আর পূজো হয় না, নেইও,
তাই কোন কারিগর কাদা মাটি নিয়ে
আর এদিকে আসে না।
কোন সুন্দর ঝকমকে মুখও বানায় না,
টানাটানা চোখও বানায় না,
গুছিয়ে কাপড়ও পরায় না,
আবাহনও নেই তাই পঞ্চামৃত দিয়ে পূজোও হয় না।
তবু বিসর্জন লেগেই থাকে।
গঙ্গার তটে এখন শুধুই মাটি গ’লে গ’লে ঝরছে
আর জলে রামধনু রঙ ক্রমে বিবর্ণ, ফ্যাকাশে হয়ে
ঢেউয়ের সাথে ঘূর্ণিপাক খাচ্ছে।
দূরে দু’ চারটে বিষণ্ণ নৌকা গচকা মারছে।
আরো দূরে যে সাঁকো তার ওপর ঈষৎ কিছু মানুষের আনাগোনা। ওরা ফিরেও চায় না এদিকে,
গঙ্গার পাড়ে এখন শুধুই খড় আর কাঠ ভাসছে,
উঠছে আর ডুবছে, ডুবছে আর উঠছে,
সারা শরীরে না বস্ত্র আছে না কোন অলংকার,
শুধু খড় আর কাঠ…
ভাসছে…
ডুবছে…
ডুবছে…
ভাসছে….
আর শেষ রঙটুকুও
গ’লে গ’লে ক্রমে বিলীন হচ্ছে….