#বহমান___________মহুয়া গাঙ্গুলী

#বহমান___________✍️মহুয়া গাঙ্গুলী ________________________________
একটা নদী নীরবতা বয়ে বেড়ালেও বয়ে যাওয়া সময় তার মতোই অপেক্ষায় থাকে এক নিশ্চিত মিলনবেলার আবেদনে প্রতীক্ষমান….

কতটুকু উসপাসে আফসোসগুলো ভাসে, সেটা ওই নদীটার মোহনায় মেশার গল্পগুলো জানে;
যখন একটু একটু করে জীবনভেলায় ভাসতে ভাসতে কোনো চোরাবালির স্বীকারে একবুক নোনাজলে সমর্পণ করে নিজেকে তখনও সেই একই নীরবতায় বয়ে চলে নদীটা…. বুঝতেই পারে না কখন ঢেউ ঘিরে ফেলেছে তাকে;….আছড়ে পড়ার বিরতির ফাঁকে
ঢেউ আসে ঢেউয়ের পিছে ..
পিছিয়ে আবেগের স্রোতে;
স্রোতে ভাসে নুড়ি পাথর
ভাসে শত শত ফ্লোরার প্রাণও বটে ….
নুড়ি পাথর জমতে জমতে কঠিন বুকের আলে ছোট্ট পাহাড় গড়ে….
সফেন স্রোতের বুকে ফ্লোরাগুলো তাও সজীব হয়েই বাঁচে!
এক সমুদ্রের অনেক ঢেউয়ে নদীর নীরবতা গর্জনে মাতে….. স্রোতের আধার পেড়িয়ে নদীতো সেই নীরবতার উৎসে….! সময় তো সে এমনই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই এগোয় সেই নিঃশব্দের খোঁজে…..✍️ মহুয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *