কবিতা : সংকল্প — শিখা বিশ্বাস

কবিতা : সংকল্প
শিখা বিশ্বাস
……………………..
অভিমানের পাহাড় চূড়ায়-
আমি যখন একলা মনে,
মন কেমনের মেঘগুলো সব
বৃষ্টি রূপে পড়লো ঝরে!
তখন তুমি সোনালী রোদ
হাসছো বেশ খিলখিলিয়ে!
অভিমানের মেঘ সরিয়ে-
যখন তুমি বসলে কাছে,
মিঠেল রোদে খুশির হাওয়া;
উড়ছে কেমন মন পাখিটা!
উড়তে যে চাই তোমার সাথে,
পক্ষীরাজের ঘোড়ায় চেপে।

আমার যখন একলা দুপুর-
একঘেয়েমি কাটছে বেলা…..
তখন তুমি শান্ত বিকেল-
বললে হেসে, বসবে কাছে?
ঝিরিঝিরি দখিন হাওয়ায়,
হরেক ফুলের মাঝে…..
পাখিদের ঐ মধুর গীতে,
সুর মেলাবো তোমার সাথে!
হোক না তা বেসামালি,
কাটুক তবে সুর, লয়, তাল
তবু ও তাকে ভাসিয়ে দেব
এলোমেলো উদাসী হাওয়ায়!

সন্ধ্যা নামুক, ক্লান্ত পাখিরা ঘরে ফিরুক,
নিস্তব্ধতা নেমে আসুক…..
তোমার সাথে হারাতে চাই
ফুটফুটে ঐ জোৎস্না রাতে!
হারিয়ে যাব তোমার সাথে-
জীবনানন্দের সবুজ দেশে!
হঠাৎ যদি বিপদ আসে-
বিদ্রোহের আগুন জ্বেলে
রাখবো জীবন বাজি।
ভয় কি তবে? নেই পরোয়া ….
সঙ্গে আছেন কবি কাজী!
যদি ভাসি আবেগ ভেলায়,
লিখবো তবে দু চার কলি,
অভিমানী ছন্দ যদি-
হারিয়ে যায় অনেক দূর ….
তবে আর ভাবনা কিসের?
সঙ্গে আছেন রবি ঠাকুর!

তোমার সাথে হাঁটতে যে চাই-
ক্রোশের পর ক্রোশ ধরে….
বৃষ্টি নামুক মুষলধারে-
তবু ও ভিজবো তোমার সাথে!
দগ্ধ হবো তোমার সাথে
সূর্য্যিকিরণ তীব্র হলে ও !
তুফান যদি আসে তবে,
ধ্বংসলীলার মাঝে আমি
হাত রাখবো তোমার হাতে!

চাইনা আমার অট্টালিকা,
চাইনা আমার বন্ধ দ্বার,
ছোট্ট কুটির দেবে আমায়?
একটি বার কথা দাও….
কষ্ট সয়ে ও থাকবো আমি-
মুক্ত হাওয়ার সাথে!
যদি তুমি পাশে থাকো
একটুখানি ভালোবাসো !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *