“কৌশিকী” — প্রণতি ঘোষ
“কৌশিকী”
প্রণতি ঘোষ (১৪/০৫/২১)
—————————
জোনাকিরা না এলে অন্ধকারের বিষাদ তীব্র হয়ে ওঠে,
নির্জন রাত্রির ক্ষোভ অত্যন্ত অবিচল শাণিত যেন।
উড়ে যাওয়া পেঁচার বীভৎস চিৎকার অদ্ভুত একাকীত্বের কীর্ণ হাহাকার কোশিকী অমাবস্যার আঁচল জুড়ে।
চারিদিকে কোনো ছবি নেই,নির্মিতি নেই দিনযাপনের
বিশুদ্ধ উজ্জ্বল সব উৎসব, সব সমারোহ নিবিড়তা।
বাগানে ফোটা সন্ধ্যার কামিনীতে ভয়ার্ত বিহ্বলতা
সন্ত্রস্ত আলোর ভূমিকা বিস্তীর্ণ তমসায় কী ভীষণ নির্বাণ তিয়াসী!
সবকিছু চুপ হয়ে যাওয়া যেন ঈশ্বরের অমোঘ আদেশ,
অলঙ্ঘ্য পথগুলো সামনে এসে দাঁড়ায় প্রত্যাশাহীন।
বিচ্ছিন্ন ভালোবাসা ক্রমশঃই অস্পষ্টতর অক্ষম করুণ,
চারিদিকে অবয়বহীন এক অদৃশ্য জগতের দীপ্ত অধিকার।
————————//—————————-