🥨ভালবাসার বেণীসংহার🥨 -রাজর্ষি মজুমদার।
🥨ভালবাসার বেণীসংহার🥨
-রাজর্ষি মজুমদার।
প্রকৃতির আবহমানতায় আজ আবার
মেতে উঠবো নীলাঞ্জনা-
নৈকষ্য প্রেম-প্রেম খেলায়
শুধু তুমি আর আমি !
যেখানে জীবন আবার মাতোযারা হয়ে উঠবে,
নিত্য-নতুন সৃষ্টির খেলায়।
যেখানে সভ্যতার বুক থেকে-
অমৃত ক্ষরিত হয় দিনে-রাতে।
কাঁটাতার যেখানে কখনো-
সীমানা বাঁধে না…..!!
ধর্ম যেখানে কখনো….
বিভেদের দাগ টানে না।
জাত-পাতের সংকীর্ণতা যেখানে কখনো-
আড়াল করে না মনুষ্যত্বকে।।
যেখানে থাকবে শুধু ভালবাসা……
ভালবাসায়-ভালবাসায় রচিত হবে-
অন্তহীন শাশ্বতিক ভালবাসার
বেণীসংহার।।
(রাজর্ষি মজুমদার)