** বর্ষ শেষে ** দেবীকা সেনগুপ্ত

** বর্ষ শেষে **
✍🏻 দেবীকা সেনগুপ্ত

সময় চলছে বয়ে, নানান স্বপ্ন নিয়ে,
কত জন আসে যায়, তরণী বেয়ে,
সময় শুধু তাড়া করে, স্মৃতি নিয়ে।
চলমান, বহমান, জীবনের গতি,
চলে যায়, ফেলে যায়, শুধুই স্মৃতি ।
স্মৃতি রোমন্থন করে যে মন ,
শুধু অকারন, জানে না কারন,
মানে না বারন, অবুঝ এ মন ।

তুমি আছো, আমি আছি, সবাই ।
দূর আজ , অতি নিকটে, নিয়েছে যে ঠাঁই ।
তবু কেন , অশান্ত বুকে , ওঠে ঝড় ?
দূরকে নিকট করে , আপন কে করে পর।
নেই কোন দাম , শিকড়ের টান ।
লোভের বশে , আজ সবার প্রান ।
উথলে ওঠে ফেনা , মানবিকতা মানা।
শুধু দাও, খুঁজে নাও, অর্থের রাশি ,
পাচ্ছে হাসি, যাচ্ছে ভাসি, প্রানের হাসি।

বন্ধু হও , শত্রু হও , যে আছো যেখানে,
ক্ষমা করে নিও আজিকার মতো,
অপরাধ যতো , বসন্তের শেষ আহ্বানে,
আজিকার দিনে , নববর্ষের আহ্বানে ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *