আশান্বিত ———— গৌতম চট্টোপাধ্যায়

আশান্বিত
————
গৌতম চট্টোপাধ্যায়
——————
থাকবে না এ আঁধার অন্ধকার যত
বা করুক করোনা তোমায় যত ভয়ভীত..,
বা আরও পরে কিছুক্ষণে
রোদ ওঠা ঝলমল কাশ্মীরে হয়তো,
কচি সবুজপাতা হবে আমাজনে..,
করোনা’র বিষ সব পান করে আকাশ
ঝরাবে অমৃত বর্ষা আগেকার মতো…,
শুরু হবে কিশোর গাথা শেষ হবে না তো..।
থাকবে না এ দুঃখ একা ঘরে বসে
কিছু দিন পরে বা কিছু মাস পরে
গর্ভের বধিরতা চিৎকার করে
ভূমিষ্ট, আগামী প্রজন্মের সেই ছোট হাত ধরে
বাঁচবে সে মাতা পিতা আগেকার মতো
বা অনাবিল হাসি আর আত্মীয়তা যত…।
ক্ষুধার্ত জীবাণুর রাত কাটা ভোরে শেষ হবে
অসহ্য গরম শেষে বৃষ্টি তো হবে,
নতুন প্রজন্ম, সে জীবাণু করে নিঃশেষ
সুখ নিয়ে আসবে হেঁটে অবশেষে…।
জীবন হবে না শুধু রঙীন ফানুস
জিতে যাবে একমাত্র, মাত্র মানুষ…।
আরও কিছু দিন পরে বা আরও পরে কিছুক্ষণে
বাজবে রবি’র গান কোন বধিরের কানে
চুপিচুপি হৃদয়ে দোলা আর মনে মনে
হবে প্রেম সঞ্চারিত মানুষের মনে
মানুষের জয়গান সময় তো গা’বে
আসছে সেদিন তুমি বোলো না কো কবে!
ভরে যাবে খানা-খন্দ পাথুরে সে মাটি
স্নেহও চিকন হবে, ভালোবাসা পরিপাটি
রঙীন ওড়ানো ধূলো আর লাল-কালো মাটি
চলে যাবো সবে মিলে সেই পথ ধরে যবে
পৌঁছাবো ভারত- গ্রামে নিশ্চিন্তে নীরবে…।