#শিরোনামঃ- পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি #কলমে:- শম্ভু লোধ
#শিরোনামঃ- পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি
#কলমে:- শম্ভু লোধ
#The last man on Earth sat alone in a room. There was a knock on the door…
Writer- Frederick Brown (American Fiction Writer)
অনুবাদ- #পৃথিবীরসর্বশেষমানুষটি #একাকীএকটাঘরেবসেছিল। #হঠাৎকেযেনতারদরজায়_নক
#করলো।
লেখক – ফ্রেডরিক ব্রাউন (আমেরিকান ফিকসন রাইটার)
#পৃথিবীরসর্বশেষমানুষটি একাকী একটা ঘরে বসেছিল। #হঠাৎ কে যেন_ তার_ দরজায়_ নক_ করলো
#ফ্রেডারিক ব্রাউনের অনু গল্পের উপর ভিত্তি করে আমার নিজের সত্যি অভিজ্ঞতা থেকে বলছি ও লিখছি…
আমি প্রায়ই নানা বিষয়ে লিখি, ছোট গল্প ও কবিতা লিখি, আপনারা হয়তো অনেকেই আমার লেখা পড়ে থাকবেন।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত ২২ এ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউন পর্ব শুরু হয়েছিল এবং সেই সময় থেকে সমস্ত কাজ কর্ম সব বন্ধ হয়ে গিয়েছিল, হাতে প্রচুর সময়, সারাদিনই ঘরে বসে থাকার ফলে লেখালেখিটা একটু বেড়ে গিয়েছিল, সেই সময় আমি একটা অন্য ধরনের কবিতা লিখেছিলাম ভয়াবহ পরিস্থিতির উপর ভিত্তি করে, সেই কবিতাটি এখানে আবার প্রকাশ করলাম কারণ এই কবিতাটির উপর ভিত্তি করেই আমার আজকের লেখা,
#পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি
।।।। অন্য রকমের জীবন ।।।।
কোথায় গেল সেই অহংকার, সেই আস্ফালন
জীবিতরা কি ভেবেছে, এক অন্য রকমের জীবন..
ভয়ানক দুঃস্বপ্নেও যা কেউ কোনদিনও ভাবেনি
আজ যে ভাবতে হবে তা কেউ কখনও বোঝেনি..
মানুষ নিত্য নতুন সৃষ্টি করেছে অনেক অজানারে
কারনে অকারণে ভারসাম্যকে দিয়েছে ভেঙে চুরে..
সভ্যতার আবিস্কারে, করেছে অনেক ব্যাভিচার
করেছে আণবিক বিস্ফোরণ, অনেক অপব্যাবহার..
আজ মানুষ প্রকৃতিতে মাথা নুইয়ে, তাকিয়ে আকাশে
মৃত্যু শিয়রে দাঁড়িয়ে, হাহাকারের ধ্বনি শুধু বাতাসে..
ঈশ্বরকে কেউ কখনো দেখেনি তবুও মুক্তির প্রার্থনা
ঈশ্বরই প্রকৃতি, প্রকৃতিই ঈশ্বর, শুনবেন কিনা জানিনা..
এখনো রাতে প্যাঁচা জাগে, কোকিলেরা কুহু কুহু ডাকে
নীল সমুদ্রের বুকে এখনো পাখিরা উড়ে ঝাঁকে ঝাঁকে..
মৃত্যু মিছিলে অহংকার হেরে যাচ্ছে, শুধু মৃতরা দেখেছে
এ অন্য রকমের জীবন, জীবিতরা কি কখনো ভেবেছে..
যেদিন এই লেখাটি লিখেছিলাম সেইদিন মাঝ রাতে #হঠাৎ_ কে_ যেন_ আমার_ দরজায়_ নক_ করলো এবং বললো #আমি যমদূত, আমি মৃত্যুদূত…
#মৃত্যু মিছিলে অহংকার হেরে যাচ্ছে, মৃতরা শুধু দেখেছে
এ অন্য রকমের জীবন, জীবিতরা কি কখনো ভেবেছে..
#যমদূত, মৃত্যুদূত বললো #””অন্য রকমের জীবন””# এই লেখাটা কি তুমি লিখেছো যদি লিখে থাকো তাহলে তুমিই হবে #পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি# কারণ তুমি ঈশ্বরকে দেখোনি তবুও তুমি ঈশ্বরের কাছে মানুষের মুক্তির প্রার্থনা করেছো, তুমি ঈশ্বরকে প্রকৃতি স্বরূপ মান্য করেছো আর প্রকৃতিকে ঈশ্বর জ্ঞানে মান্য করেছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো পৃথিবীর মানুষকে ভয়াবহ দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য, মানুষকে অহংকার ত্যাগ করার জন্য, কারণ এই অহংকারই মানুষকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে…
তুমি এই সব কিছু থেকে মানুষকে মুক্ত করার প্রার্থনা জানিয়েছো ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে, এছাড়া যমদূত, মৃত্যুদূত আরও বললো…
#আমিই হলাম প্রকৃতি, আমিই হলাম ঈশ্বর, আমিই মৃত্যুদূত, আমিই যমদূত, আমিই ত্রাতা, আমিই পরিত্রাতা, আমিই বায়ু, আমিই জল, আমিই স্থল, আমিই বিশ্ব ব্রহ্মাণ্ড আর এই পৃথিবী আমার একটা ছোট্ট অংশ।
#আমিই পৃথিবীর সৃষ্টি কর্তা, সকল প্রাণীকুলকে জীবন শেষে “ক্ষিতি, অপ, মরুৎ, বায়ু জল পঞ্চভূতে” লীন হতে হবে।
আমি মনুষ্য সমেত সকল প্রানিকুলকে “পঞ্চ ইন্দ্রিয়” প্রদান করেছি “চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক” দ্বারা।
#কিন্তু মনুষ্য কুল “পঞ্চ ইন্দ্রিয়” থাকা সত্ত্বেও পঞ্চ রিপুগুলো দমন করতে পারেনি অর্থাৎ “লোভ, কাম, ক্রোধ, মোহ, মাৎসয্য” দমন করতে পারেনি, অহংকার ত্যাগ করতে পারেনি তাই মানুষকে আজ এই দূর্দশা দূর্ভোগ পোহাতে হচ্ছে এবং মৃত্যুর দিকে এগোতে হচ্ছে।
আমার মতো মৃত্যুদূত, যমদূতের কাছে তুমিই হলে #পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি যে অহংকার ত্যাগ করতে পেরেছে, পঞ্চ ইন্দ্রিয়কে দমন করতে পেরেছে এবং মানুষকে পঞ্চ ইন্দ্রিয় দমন করে শুধরে যাবার জন্য আবেদন জানাচ্ছে।
#যমদূত, মৃত্যুদূত হলো ন্যায় বিচার ও নিষ্ঠার প্রতিক।
ঘুম ভেঙে গেল ধরমর করে উঠে বসলাম, শরীর দিয়ে ঘাম বেরোতে লাগলো, বন্ধ দরজা খোলা ছিল।
#একাকী_ একটা_ ঘরে_ বসে_ ছিল।
#পৃথিবীর_ সর্বশেষ_ মানুষটি
নিজস্ব:
০৪.১০.২০২০
04.10.2020