ফুটকড়াই —- পার্থ কুন্ডু
ফুটকড়াই
পার্থ কুন্ডু
১/৪/২১
ভাসছে যখন প্রেমের শহর তেপান্তরের গানে
কেউ একটা খবর দিলো উপা দিদির কানে,
এই সুযোগে টি আর পি টা একটু যদি বাড়ে
সিঁড়ির ডগা উদোম শরীর হালকা ঠোঁটের পাড়ে !
দেশ ছাড়িয়ে বিদেশ তখন বন্দি হাতের মুঠো
নতুন কোনো সংসারে মন তখন না হয় ছুটো,
কথার মাঝে মিশিয়ে কথা তুকতাকে তে চোখ
অনেক খাটার পরে তখন বশ হলো তার লোক !
এর পরে সব মহাভারত পর্ব গুলো চেনা
থানা পুলিশ অনেক হলো, জানি এটা কেউ মানবে না,
টি আর পি টা ধষলো আবার নতুন বিয়ের নেশায়,
মিডিয়াটাই ফালতু রকম, ভীষণ যে বিষ মেশায় !
নিজেরই ভুল, এপ্রিল ফুল ! ভিজলো বালিশ তাই
উপা দিদির ভাগ্য তখন নিজের সাথেই নাই !
তাই প্রেম করো ভাই ঘাট বুঝে আর জাল ফেলো তারপর
না হলে উপা দিদির মতোই তোমরা ভুগবে জীবন ভর !