বোকা-র বকবক -কোলাজ — অঞ্জনা চক্রবর্তী

বোকা-র বকবক -কোলাজ

1—“নির্বোধ অতি ঘোর…”
অঞ্জনা চক্রবর্তী

নির্বোধের প্রতিশব্দ কি সার্থ ত্যাগ?
অতি চালকের গলায় দড়ি অন্তরে তার রাগ।
নির্বোধের কি ষষ্ঠেন্দ্রিয় কর্ম করে না?
জ্ঞানবৃক্ষের ফল যে সদাই তার কাছে অজানা।

যতই করো গাল মন্দ, তার প্রকাশ সদা অনুগত্য,
কার‌ও কথা কানে তোলে না…;রাখে না মনে তা সত‍্য।

বোকার হদ্দ, জানে সব লোকে
নয় সে কভু ভ্রান্ত,
বিদেশ গিয়ে বাবু যখন বসন্ত রোগে আক্রান্ত-
প্রভুর সেবায় চিরবরেণ‍্য রবীন্দ্রনাথের সেই “পুরাতন ভৃত্য”,
জীবন দিয়ে জীবন বাঁচাতে ,তুলনা রহিত সত্য।
তার….
“ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর “|
তাই তো সে অনায়াসে পায় স্বার্থত্যাগের জোর |

2- রাই কি তবে বোকা হলি?
অঞ্জনা চক্রবর্তী

রাই কি তবে বোকা হলি? বাস্তবটা ভুলেই গেলি?
পরকীয়ায় লিপ্ত হলি? কলঙ্ক যে গায়ে মাখালি?
লাজ লজ্জার আভরণ , কোথায় গেল আজ তোর
কৃষ্ণ প্রেমে মগ্ন হয়ে যমুনা তীরে কন্টকে পায়ে
রক্তক্ষরণ হৃদয় হরণ … এ কি তোর মানায় তখন!?

আয়ান ঘরণী হয়েও যে রাত দিলি, সোহাগ দিলি
রাধাকান্ত অঙ্ক জানা, তোকে ফেলে যায় যে চলে
ছলে বলে কৌশলে অপবাদ তোর গায়ে
বড্ডো বোকা রাই কিশোরী… প্রেমে পড়া বারণ যে তোর
বোকা হয়ে প্রেম যামুনায় সব হারালি?
সত্তা দিলি… সমর্পনে … আবেগ দিয়ে
দূরের কেশব তা কি জানে!?
বড্ডো বোকা রাই কিশোরী… অধরা প্রেমে তুই সব বিলুলি?!

3বোকা কে দেখে হাসি
অঞ্জনা

জীবন যখন যন্ত্রণাময়… গুরু গম্ভীর আলোচনা সভায়
বীরবল … গোপাল ভাঁর… খানিক বোকামি ইচ্ছাকৃত
কখনো তলায় আগুন অনেক উপরে খাদ্য দ্রব্য
আকবার হেসেই মরে… তার সাথে সঙ্গী সাথী
তাতেও ছিল শিক্ষা দান, হাসির ছলে ভাঁরের খ্যাতি |

হাসিটা সবার হারিয়ে গেছে…হোক তামাশা ক্ষতি না করে
হাসতো থাকো আনন্দেতে.. খানিক ঠকিয়ে মস্কারাতে |

4 এপ্রিলের ফুলের ইতিবৃত্ত
অঞ্জনা চক্রবর্তী

জুলিয়ান ক্যালেন্ডার থেকে
গ্রেগরিয়ানে রূপান্তরিত
অষ্টম পাপের নিয়মানুবর্তিত
যারা করলো বিরোধ, তারা বোকার হদ্দ _
নির্ধারণ এপ্রিলে পয়লা শিলালিপ্ত |

‘পয়সান দ্য আভ্রল ” নামে উদযাপন
ছোটো মৎস বোকা বড়ো,
জাল ফেলো বন্ধু গণ
কচিকাচা এক অপরের অজান্তে
মৎস এঁকে দেয় পিঠে|
স্পেনের রাজা ঘোষণা করেন
লেখো সত্য করে মিথ্যে
যার লেখা রাজার পছন্দ
নেও পুরস্কার জিতে |
এমন কথা শুনে আসে
এক বালিকা
বলে আমি অন্ধ আমি বধির
রাজা প্রমান চাইলে পড়ে
সে বলে বাইরের বৃক্ষে তার নেই দৃষ্টি..
রাজা হাস্য রসে গড়িয়ে পড়েন
বলেন তবে আজ থেকে হোক
এপ্রিল ফুলের সৃষ্টি,
নামুক হাস্যরসের বৃষ্টি |

গ্রিসের মজাদার স্বপ্ন দেখেন
পিঁপড়ে খায় তাকে
সুপ্রভাতে হাসতে হাসতে
রানীকে জানায় মজাতে __
জোতিষী বলেন, এবার থেকে
এই দিনে মজাতে কাটুক সবাই
বোকা বানিয়ে অনাবিল আনন্দ
দুঃখকে সব সরাই |

ওল্ড টেস্টামেন্ট বাইবেল
নোয়ার জলরাশি
চসারের মধ্যযুগিয় সাহিত্যে
উল্লেখিত ক্যানটারবারি |

জীবন মানে দুঃখ যাপন
জীবন মানে কষ্ট
হোক একটু অনাবিল খুশি
যেই হন না কেন তার সৃষ্ট |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *