#কবিতা/লিমেরিক #আগুন #বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
#কবিতা/লিমেরিক
#আগুন
#বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়
#০৭.০৩.২১.
ধীমান তাপস সাধনা করেন সামনে আগুন জ্বেলে,
এ পাবক তাঁর রক্ষক জানি আপদ সরিয়ে ফেলে,
সর্প, শ্বাপদ হয় অপগত,
সাধক থাকেন সাধনায় রত
খোঁজেন সাধক সেই পথ যেথা বিশ্ব-শান্তি মেলে।।
অগ্নি,অনল, কৃশানু,পাবক,জ্বলন আর হুতাশন,
তেজোনিধি,পীতু, শিখী, হবাভূক,জলধা, হবিরশন,
অতিমারী বিষে বিষিত পবন,
বিষ হতে ত্রাণ করো এ ভুবন,
শুচি ও শুদ্ধি আনো হুতাশন,দাও গো আশ্বাসন ।।
(ষষ্ঠ ও সপ্তম পংক্তির সব কটি পদের অর্থ আগুন)