“বাঁক” —– প্রণতি ঘোষ

“বাঁক”

প্রণতি ঘোষ
————

চলতে থাকি চলতেই থাকি তবুও সব আগলে রাখি
পিছনে পড়ে থাকে দেনাপাওনা হিসেব সব।
মেটে না বন্ধন চিরচেনার অতল জীবনের দায়ভার
ভালোবাসা আঁকড়ে বাঁচা বহুদিনের কলরব।

উঠোনবিলাস হৃদ্যআঙিনা লালমেঝে অথৈ সীমানা
স্মৃতির পাতা ভুলি কোথায় চলমান পথরেখে!
ফেলে আসা সুখ অ-সুখ সামনে আসে মূর্ত উন্মুখ
ছায়ারা আঁকে চিত্রকল্প রোদগন্ধ গায়ে মেখে।

এমনই রৌদ্র ছায়ার জীবন জোয়ার ভাঁটায় স্বপ্ন বপন
বাঁচতে চাওয়া বাঁচতে জানা পৃথিবীর ঘরে।
ঢলে যাওয়া দিন পাতাঝরায় পশ্চিম বারান্দার প্রজ্ঞায়
রেখে যায় শব্দের কত স্তব বাহিরে অন্তরে।

থামি না ভীষণ অনুরোধে যারা থাকে অন্তরবোধে
আন্তরিক সম্ভাষণ কেমন অশ্রু ঝরায় শুধু।
সামনের পথ যে ভীষণ টানে যেতে হবে দূর সেখানে
চিনে নেওয়া পথ বাঁকের নেশা অনন্ত ধু ধু।
——————————-//———————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *