বসন্ত গীতি —– কলমে মালতী মন্ডল

বসন্ত গীতি
কলমে মালতী মন্ডল
তুমি খোলা বাতায়ন
আমি হই দখিনা বাতাস,
তুমি চম্পক সুরভি
আমি ফোটার আশ্বাস।
আমি নবীন বসন্ত
আবীর রাঙানো ফাগুন
রাঙা পলাশ কিংশুকে
বনানী জুড়ে আগুন।
তুমি স্বপ্নের কোজাগরী
আমি চন্দ্রিল অভিসার
তুমি জোছনার বন্যায়
ভাসাও তামসী আঁধার।
তুমি রামধনু আঁচল
আমার বিকেল আকাশ
রঙ তুলির যাদুতে
ভরাও আমার ক্যানভাস।
তুমি কবিতার লিপি
আমার না বলা ভাষা
তোমাতেই গড়ি কাব্য
আমার অনন্ত ভালোবাসা।