আমরা দুজন —- মধুমিতা চট্টোপাধ্যায়
আমরা দুজন
মধুমিতা চট্টোপাধ্যায়
আমরা দুজন মাইল মাইল ভালোবাসাদের নাম
জমা অভিমান, অশ্রু, রক্ত ঘাম।
সোনা মুগ রাঙা মেঘ, অভাব, বায়না,তাসের সাজানো ঘর
আমরা দুজন পরজীবী পরস্পর।
আমরা দুজন ভুবনডাঙার মাঠ,
পুণ্যিপুকুর আঁজলা ভরা সুখ।
আমরা দুজন মেরুন রঙের ঘোড়া,গোপন স্বপ্ন, নিরবতা একবুক।
আমরা দুজন এক অরণ্য গভীরতা
নিকোনো উঠোনে এক ঝাঁক ব্যালোরিনা
আমরা দুজন শার্সিতে লেগে থাকা ঝাঁঝালো কঠিন ঘৃণা।
আমরা দুজন লাখ লাখ জোনাকি
বেঁচে থাকা, জেগে ওঠা ঝড়ো হাওয়া বানভাসি
আমরা দুজন সবুজ অবুঝ ইচ্ছেগুলোর
ডাকনাম পোশাকি।
আমরা দুজন ফিনফিনে দুটো পাখী
চেনামুখ, ভাঙা সাঁকো
শর্তবিহীন জ্বর।
আমরা দুজন ঘর ছাড়ানিয়া বাঁশি,
আতিপাতি খোঁজা লুকোনো কন্ঠস্বর।