একুশ স্মরণে —– তপতী মুখার্জী

একুশ স্মরণে
তপতী মুখার্জী

একুশে ফেব্রুয়ারি এলেই হঠাৎ বাংলা ভাষার প্রতি আমাদের মুখর হতে দেখা যায়।
তবে ওপার বাংলার মানুষেরা এই দিনটিকে নিয়ে যথার্থই স্পর্শকাতর।কারণ যা মূল্য দেবার তা ওপার বাংলাই দিয়েছিল।এপার বাংলা সমব‍্যথী হয়ে পাশে ছিল এই যা।
ইতিহাসটা সবাই জানে।পুনরাবৃতিতে যাবনা।এখন অনেক ইসুতে লড়াই হচ্ছে,তবে একুশের লড়াই ছিল কেমন সেটাই শুধু স্মরণ করব।
এ কেমন লড়াই?
অস্ত্র নেই,বন্দুক নেই —
তবু কত প্রাণ ঝড়ে গেল।
পীচ ঢালা কালো পথ রক্তে লাল হয়ে গেল।
নাম না জানা কত লাশ রাতের অন্ধকারে গায়েব হয়ে গেল।
কিসের জন‍্য এ লড়াই?
দেশ নয়,সাম্রজ‍্য নয়,ভূখন্ড নয়,সম্পদ নয়,সোনা নয়,রূপা নয়—
এ ছিল মানের লড়াই
আমার ভাষায় কথা বলতে দাও,কবিতা বলতে দাও,গান গাইতে দাও
মাতৃভূমির জন্য কত প্রাণ হলো বলিদান জানা ছিল,কিন্তু মাতৃভাষার জন্য জীবন দানের ইতিহাস জানা ছিলনা।
গফ্ফর সাহেবের তাৎক্ষণিক কবিতা “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”গান হয়ে জাতীয় সত্তার আর্ত্তিতে রূপান্তরিত হলো।পৃথিবী পেলো সভ‍্যতার ইতিহাসে মাতৃভাষার বিজয়রথে চড়ে আসা প্রথম রাষ্ট্র বাংলাদেশকে।
আমরা বাঙালী এটাই সত‍্যি।কে যেন বলেছেন চেহারায় ভাষায় বাঙালিত্বের ছাপ মালা,তিলক,টিকি কিংবা টুপি -লুঙ্গিতে ঢাকা পড়ে না।
কবি সুমনের কথায় বলি ‘একুশে জীবন লক্ষবার,একুশ আমার অহংকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *