“সে” —- নীরা
“সে”
নীরা
মোমের আলোর ছায়া পথে
হেমন্তের মিষ্টি রাতে
খুঁজছি যাকে আপন মনে
আসবে কি সে চুপিসাড়ে?
নাই বা এলো সামনে আমার
অন্তরে সে আসে বার বার,
মনের কোন গহীন কোনে
রাখি তাকে সঙ্গোপনে….
প্রতি দিনের নানান কাজে
ব্যস্ততার নানান ফাঁকে
অনুভূতির নানান খাঁজে
অনুভবের প্রতি পলে….
রোদ ঝলমল জীবন পথে
মেঘ মেদুর বর্ষা রাতে
সমস্যার আলপথে
দিশা পাই তার সাহারাতে
সেই তো আমায় পথ দেখায়
শক্ত হাতে হাল ধরায়
নিজেই মনে বুঝতে পারি
একলা আমি নই কোন দিনই…..