ওরা ঠিক বলেছে —- মৌসুমী লাহিড়ী
ওরা ঠিক বলেছে
মৌসুমী লাহিড়ী
কে বলেছে আমাদের কিছু নেই?
আমাদের খিদে আছে
আমাদের লজ্জা আছে
আমাদের দারিদ্র্য আছে
আমাদের হতাশা আছে।
ওরা সবাই ঠিকই বলেছে
আমাদের খাবার নেই
আমাদের পোশাক নেই
আমাদের অর্থ নেই
আমাদের আশা নেই।
কে বলেছে আমরা কিছু বুঝি না?
আমরা অভাব বুঝি
আমরা বেকারত্ব বুঝি
আমরা বঞ্চনা বুঝি
আমরা প্রতারণা বুঝি।
ওরা সবাই ঠিকই বলেছে
আমরা ছলনা বুঝি না
আমরা চাতুরী বুঝি না
আমরা অভিনয় বুঝি না
আমরা ভাষণ বুঝি না।
কে বলেছে আমরা কিছু পারি না?
আমরা সইতে পারি
আমরা মানতে পারি
আমরা ছাড়তে পারি
আমরা রাগতে পারি।
ওরা সবাই ঠিকই বলেছে
আমরা বলতে পারি না
আমরা চাইতে পারি না
আমরা কাঁদতে পারি না
আমরা হাসতে পারি না।