“সৌভিক সেনগুপ্তের একলাইনের কবিতা”

“সৌভিক সেনগুপ্তের একলাইনের কবিতা”
১) আঁতুড় ঘরে আগমনীর গান ভাসান সুরে বাজে।
২) স্মৃতি মুছে যায় বর্তমানের বাহুল্যতায়।
৩) চিতার আগুনে চাঁদের আলো পুড়ে ছাই, কেবল কলঙ্ক লেগে কাঠ-কয়লায়!
৪) হিমেল রাতে নিথর আকাশ হতে নিঃশব্দে উষ্ণ শিশির ঝরে মাটির বুকে।
৫) একটু দোঁয়াশ মাটি দাও, আমি ম্যানগ্রোভ নই!
৬) উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যহীনতার নেশায় আমার টলমল পা পিচ রাস্তায় পিছল খায়।
৭) গোধূলী বেলায় যখন আকাশ রাঙায় মেঘের সিঁথি তখন আমি সূর্যের শব যাত্রা দেখেছি।
৮) রোদের ছোঁয়ায় ভেজা মেঘ শুকায়, আকাশ হাসে!
৯) সমুদ্রের ঢেউ আজও বার বার ছুটে যায় কিনারায়, বালুতট ভিজিয়ে দেওয়ার বাসনায়।
১০) আমার বসন্তের বারুদ কাঠি ভিজে গেছে এক অযাচিত বর্ষায়।
১১) ঝরা পাতা জীবন পায় যখন বাতাস বয়।
১২) মুক্তির ঝড়ে খাঁচা আছাড় খায়, পাখি খুঁড়িয়ে ওড়ে।
১৩)প্রত্যাশার প্রগাঢ় মেঘ জমে আছে আমার ভরা বসন্তের আকাশে।
১৪) জ্যামিতির জীবন বৃত্তে আমি পরিধির পথে হাঁটি, কেন্দ্র ছোঁবো বলে।