The day you wish By Abanindra Nath Das

The day you wish

By Abanindra Nath Das

********************

The day you want it

No one will be left empty,

You will carry your own life.

People will not see the wall

Come on all the work,

The simple gentleman will make a good deal of time.

Everything will burst

Then he picked up with two hands

Passlessly passes away will pass the time.

There will be light of all hope

All your good at touching

Know that the crown of victory will be crowned with your own hands.

Will forgive everyone’s regret

Again will write happiness

The beggar will give the king’s standard

The day you wish all the donations will be.

———–
যে দিন তোমার ইচ্ছে হবে
**********
অবনীন্দ্র নাথ দাস

যেদিন তোমার ইচ্ছে হবে
কেউ না কোথাও নিঃস্ব রবে ,
তুমি আপন হাতে বাইবে জীবন তরী ।
জনম কূল দেখবে না যে
আসবে ধেয়ে সকল কাজে ,
সহজ সরল ভৃত্যকে করবে কালজয়ী ।
দেবে সকল উজাড় করে
কুড়ায়ে নেবে দু হাত ভরে
অনায়াসে করবে পার কালের বৈতরণী।
থাকবে সবার আশার আলো
তোমার ছোঁয়ায় সকল ভালো
নিজের হাতে বিজয় মুকুট পরিয়ে দেবে জানি ।
করবে সবার দুঃখ মোচন
রচবে আবার সুখের রচন
ভিক্ষুকেরে দেবে রাজার মান
যেদিন তোমার ইচ্ছে হবে করবে সকল দান ।
———–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *