আনলক – ৪, আমাদের কথা — তুলি মুখার্জি চক্রবর্তী

আনলক – ৪

আমাদের কথা
তুলি মুখার্জি চক্রবর্তী

রিনিয়া:: তোমার কথাই ভাবছিলাম আর তুমি নক্ করলে। বলো কি বলবে, বলেছিলে,’অনেক কথা বলার আছে’।

সুস্মিত:: হাঃ হাঃ, বাদ দাও। আজকে নতুন কিছু বলি। অনেকদিন কথাই বলা হয় নি তোমার সাথে। হাত ধরে হাঁটা হয় নি। সবটাই এই লকডাউন এর জন্য। আনলক – ৪ এ চলো আবার আমরা আগের মতোই হাঁটি হাতে হাত রেখে বা মনে মনে ছুঁয়ে থাকি বা ইথারে….

রিনিয়া :: হা হা হা, জানি তো। সবসময় তোমাকে ছুঁয়ে থাকি ইথারে।তোমার সুখ বেষ্টিত ব্যস্ততা। সেইজন্য আর বিরক্ত করি না কথা বলে।

সুস্মিত :: সবটাই মনগড়া, ধারণা। সবাই নিজের মতো ধারণা করে নেয়। আমি তো তোমার সাথে সময় কাটাব বলে আসি। কিন্তু বন্ধ রাখো সব দরজা, জানালা।

রিনিয়া :: কি করি, বাতাস বড্ড দূষিত। তাই সব বন্ধ রাখি।

সুস্মিত :: আনলক – ৪ এ দেখছি তালা খুলেছো দরজার।

রিনিয়া :: মন বলছিল আগের সেইইইই দূষণ মুক্ত টাটকা বাতাস আসছে… তাই খুললাম। আর দ্যাখো সত্যি হয়ে গেল…

সুস্মিত :: তুমি সব বন্ধ রেখেছো নাহলে দেখতে তোমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে তোমার আগের টাটকা বাতাস, দূষণ মুক্ত….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *