#শরত #শিপ্রা দে
#শরত
#শিপ্রা দে
কুয়াশার ঝিলে গগনের নীলে
অপরূপ তার শোভা
ভেজা ভেজা ঘাসে শিউলিরা হাসে
একি শরতের প্রভা!
নদী ভরা জল করে টলমল
শাপলা শালুক ফোটে
কলমীর লতা বেড়ে ওঠে পাতা
হাঁসগুলো জলে ছোটে।
মেঘে মেঘে খেলা বয়ে যায় বেলা
কাশ ফুলে দোলা লাগে
আগমনী সুর ভেসে যায় দূর
মনে প্রাণে হর্ষ জাগে।
চাষীদের হাসি ধান রাশি রাশি
সোনালী সবুজ খেতে
পাকা তাল ধরে গুটিকয় পড়ে
বিমলা কুড়োয় যেতে।
ঢাকিদের ঢাকে কাঠি ছুঁয়ে থাকে
কাশের পালকে সাজে
শারদীয়া আসে আশ্বিনের মাসে
মন নাই কোনো কাজে।