শারদীয়া—রূপসজ্জা

২০২০ শারদোৎসব — একদম আলাদা প্রতিবছরের থেকে।
তবুও নিজেরা ভালো থাকবো, থাকবো সুন্দর। এটাই আমাদের নিজেদের ভালো রাখার দাওয়াই।
নাইবা বেরোলাম ঠাকুর দেখতে, নিজেকে সুন্দর রাখলে নিজের ও আমার প্রিয় মানুষরাও যে ভালো থাকবে–
এবছর পার্লারে যাওয়া না। বাড়িতেই বসে রূপচর্চা।
বিশুদ্ধ হিমালয়া প্রোডাক্ট দিয়ে–
★ হিমালয়া ট্যান রিমুভাল বা অয়েল ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন
★হিমালয়া নারিশিং স্কিন কেয়ার ক্রিম দিয়ে ১৫ মিনিট হাল্কা হাতে মাসাজ করুন
★ হিমালয়া স্ক্রাবার দিয়ে ৫ মিনিট মুখ মাসাজ করে নিন।
★ স্পঞ্জ বা তুলো দিয়ে মুখ মুছে ফেস প্যাক লাগিয়ে নিন।
★শুকিয়ে গেলে মুখ ধুয়ে হিমালয়া ক্রিম হাল্কা হাতে লাগিয়ে নিন।
★ ফেসিয়ালের উজ্জ্বলতা ধরে রাখতে
হিমালয়া ফেস ওয়াশ
হিমালয়া সানস্ক্রিন লোশান
হিমালয়া ডে ক্রীম
হিমালয়া নাইট ক্রীম আপনার রোজের তালিকায় রাখুন।
একমাস ব্যাবহারে আপনি নিজের লুকসের পরিবর্তন দেখে নিজেই অবাক হবেন কথা দিলাম।
(হিমালয়ার সমস্ত বিউটি প্রোডাক্টের ওপর ৩০% ছাড়।
যোগাযোগ করতে পারেন–
সীমা সান্যাল– 8617228311
লিয়া সাহা–9831437399)