বালুরঘাট ট্রফিক ওসি সুদীপ্ত দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য
বালুরঘাট ১৮ সেপ্টেম্বরঃ বালুরঘাট ট্রাফিক ওসির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য বালুটঘাট পুলিশ মহলে। মৃত ওই পুলিশ অাধিকারিকের নাম সুদীপ্ত দাস।
জানাযায় রাতে তিনি অসুস্থ হয়ে পরলে তাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যাবার পথে সুদীপ্ত বাবুর মৃত্যু হয়। মুলত খুব ঠান্ডা স্বভাবের এই পুলিশ অাধিকারিকের এই অাকস্মিক মৃত্যুতে শোকের ছায়া দক্ষিন দিনাজপুর জেলা পুলিশ মহলে।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন ভোর রাত তিনটে নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসার পর বলা সম্ভব হবে।