মহেঞ্জোদারোর মেয়েটি —— ঝুমা মজুমদার চৌধুরী
মহেঞ্জোদারোর মেয়েটি
ঝুমা মজুমদার চৌধুরী
সহজ এক নদী বয়ে যেতে যেতে,একদিন দেখে , তার বুকে মন্দর পর্বত l
মন্থন করে করে অমৃতটুকু তোলার পর সেখানে শুধু বিষ, চতুরঙ্গে ছুটে আসা
তীরের সারি …
চাঁদিমার আলো ছায়ায় মহেঞ্জোদারোর মেয়েটি এক রক্তাক্ত চাঁদ-মারি…
নিরঞ্জনা নদীর শুশ্রূষা জলে ডুব দেবো বলে জলে নেমে দেখি, পৃথিবীর সব কান্না গুলো সেখানে উজানভাঁটি খেলছে…
পাশেই বোধিবৃক্ষের পাতায় ঝিরিঝিরি নির্লিপ্ত তথাগত হাসি…
এসো তবে ক্ষত চাঁদ মারি , এসো ভালোবাসি বোধিসত্ত্ব আলোয় চিনে নিও
তাকে যে নীলকণ্ঠী…..