বালুরঘাটের পতিরামে ট্রাক্টর-বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো তিন জনের
২রা ডিসেম্বর, বালুরঘাটঃ ট্রাক্টর এর সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল বাইক আরোহী সহ তিনজনের। বালুরঘাট থানার পতিরামের ৫১২ নম্বর জাতীয় সড়কের ঘটনা। পাগলি গঞ্জ এর নিকট বালুরঘাটের দিক থেকে আসা একটি ট্রাক্টর পতিরাম অভিমুখে যাচ্ছিল। সেই সময় অপর দিকে পতিরাম এর দিক থেকে আসা একটি বাইকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। বাইকে থাকা তিনজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজনের নাম গোপাল পাহান ও শিবা পাহান অপর জনের নাম এখন জানাযায়নি। এরা সম্পর্কে কাকা ভাইপো বলে জানাগেছে। দুইজনেরই বাড়ি মাহিনগর সেন্টপিটার্স স্কুল পাড়ায়। অপর একজনের বাড়ি খাসপুরের জানা গেছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। ঘটনার পরেই উদ্ধার কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরেই ঘটনা স্থল থেকে পালিয়ে যায় ট্রাক্টরের চালক, পুলিশ ঘাতক ট্রাক্টর ও বাইকটিকে আটক করেছে। মৃত তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে আনা হয়েছে।