প্রয়াত হলেন বালুরঘাটের বিশিষ্ট ফুটবলার সুকুমার চন্দ্র সাহা
১৪ সেপ্টেম্বর, বালুরঘাটঃ প্রয়াত হলেন বালুরঘাটের বিশিষ্ট প্রাক্তন ফুটবলার সুকুমার চন্দ্র সাহা। বৃহষ্পতিবার বালুরঘাট জেলা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারনেই তার মৃত্যু হয়েছে বলে তার পরিবার সুত্রে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তার মেয়েরা সবাই বাইরে থাকাই, তার মৃত্যু সংবাদ পাবার পরে তারা বালুরঘাটে ফিরে আসেন।এরপর শুক্রবার মৃতদেহ সৎকার করা হয়।
বালুরঘাট টাউন ক্লাবের হয়ে ফুটবল খেলার পাশাপাশি তিনি ১৯৬২ সালে আন্তজেলা ফুটবল প্রতিযোগীতায় অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার তিনি বিজয়ী ফুটবল দলের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি বালুরঘাট শহরের বেলতলা পার্কের তারন চন্দ্র বিদ্যালয়ের শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। এছাড়াও শহরের খিদিরপুর স্কুলের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। তার মৃত্যু সংবাদ শোকের ছায়া ক্রীড়া ও তার শিক্ষা প্রতিষ্ঠান মহলে।